দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ ফতুল্লায় কাস্টমের মোড় কভার ভ্যানের ছাপায় এক পথচারী নারী নিহত,
নিহত মোছাঃ রমিছা (৫৮) স্বামী আবদুল মোতালেব,তারা দীর্ঘদিন যাবত কুতালের বাগ মোল্লাবাড়ি রুহুল আমিন মোল্লার বাড়ির ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন,
২৯ জুলাই রাত আনুমানিক ৯,৩০ মিনিটে দোকান থেকে ডিম কিনতে সে বাহিরে আসেন এ সময় কাঠের পুল থেকে গাবতলা মোড় যাওয়ার পথে কভার ভ্যান গাড়িটি কাস্টমের মোড়ে রমিছাকে চাপা দেয়
সাথে সাথে সে মৃত্যুবরণ করেন, পরে এলাকার মানুষ গাড়ি এবং ড্রাইভার সহ আটকে থানায় ফোন দেয়, পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে,
ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক শহিদুল জানান মোছাঃ রমিছা (৫৮) তার গ্রামের বাড়ি চর কৈজুরী থানা শাহজাদপুর জেলা সিরাজগঞ্জ সে বর্তমান কোপালের ভাগ মোল্লাবাড়ি রুহুল আমিন মোল্লার বাড়ির ভাড়াটিয়া, রমিছা কে উদ্ধার করে পোসমডেমের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে এবং কভার ভ্যান গাড়ি ও ড্রাইভারকে আটক করে থানায় আনা হয়েছে