দৈনিক তালাশ.কমঃসম্মেলন হয়েছে ৫ মাস। কমিটি হছে হবে।এমন প্রত্যাশা দিলেও দীর্ঘ মাসেও হয়েনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীণ নাসিক ১১নং ওয়ার্ডের দলীয় নয়া কমিটি। এমনকি সাধারণ সম্পাদক পদটি ঘষণা করা হলেও এখানে শূণ্য রয়েছে সভাপতি পদটি। এ নিয় ক্ষোভ আর হতাশায় ¯নীয়ে নেতাকর্মীরা।
তাদের দাবী, মাসের আগেই দলের অগ্রগতি বৃদ্ধি তেগিদের এ ওয়ার্ড নির্বাচন দেয়া হোক অথবা এই ওয়ার্ডের সাবেক ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক সলিম আহম্মেদ হোক সভাপতি হিসেব মননিত করে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হোক।
গতকাল সন্ধ্যায় ১১নং আওয়ামী লীগ কমিটির জট খেলার দাবী নিয় নগরীর ২নং রেল গেইটের দলীয় কার্যালয় জমায়েত হয়েছিল প্রায় ৩শ’ নেতাকর্মী।উপস্থিত ছিলেন ১১নং ওযার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকসহ বীর মুক্তিযাদ্ধাগণ।তবে দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের কাছে দাবি করা হয় সমাধানের কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় দেখা মিলেনি।
জানা গেছ,এর আগে দুই যুগ নতুন কমিটি না হওয়ায় দলটির সাংগঠনিক সক্রিয়তা ছিলনা এই ওয়ার্ডটিতে পরবর্তি গত ৪ ফেব্রুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে শুধু জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে মননিত করা হয়। তবে সভাপতি পদ টি ¯স্থগিত রাখা হয়। দীর্ঘ ৫ মাস পরে গেলেও সভাপতি পদটি ঘষনা না হওয়ায় হতাশা প্রকাশ করছেন তারা। আর অনতিবিলম্বে তারা সভাপতি পদটি পূরন করার জন্য আবেদন জানিয়েছেন।
এসময় প্রায় ২০ থেক ২২ জন বীর মুক্তিযাদ্ধাসহ ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সভাপতি বীর মুক্তিযাদ্ধা এড.নুরুল হুদা,সাবেক সভাপতি মাঃ নুরুদ্দীন আহমেদ, ফতুল্লা থানা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযাদ্ধা ওয়ালী মাহামুদ খান,সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযাদ্ধা মা.জামাল হোসেন,মা.মালাউদ্দিন মালু, বীর মুক্তিযাদ্ধা সামসুদ্দিন প্রধান,বীর মুক্তিযাদ্ধা খাজ সাহাবুদ্দিন,বীর মুক্তিযাদ্দা মা.আনোয়ার হোসেন,বীর মুক্তিযাদ্ধা আব্দুল আজিজ,বীর মা.আলাউদ্দিন মোল্লা, নিমাই দ, মা.মতি মিয়া, আব্দুল রাকিব সর্দার, এড.সেলিনা ইয়াসমিন, মা. নিজাম, মা. আমির সহ ১১নং ওযার্ড আওয়ামী লীগ এর সাবেক কাউন্সিলার উপস্থিত ছিলেন।
Post Views: 223