দৈনিক তালাশ.কমঃঅদ্য রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন দি সান পেট্রোল পাম্পের সামনে হাইওয়ে রাস্তায় অজ্ঞাত নামা ব্যক্তি (৩৫) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে হাইওয়ে পুলিশ লেগুনা যোগে নারায়নগঞ্জ (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠালে লেগুনা গাড়ীর ড্রাইভার মো: কামাল হোসেন (৪৩)পিতামৃত-মনির হোসেন, সাং-তারাব দক্ষিন পাড়া,থানা-রুপগঞ্জ,জেলা-নারায়নগঞ্জ অজ্ঞাত অজ্ঞান ব্যক্তিকে হাসপাতালে আনিয়া ভর্তি করেন।
কেউ এর নাম-ঠিকানা যেনে থাকলে মোবাইল নম্বর ০১৩২০০৯০৩৮২ যোগাযোগ করিবেন।