দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ ফতুল্লায় গাবতলী মোড় হলি ফেব্রিক্সএ রাত ১২,৩০ মিনিটে আগুন লেগেছে,
প্রত্যক্ষদর্শীরা জানান আগুনের সূত্রপাত হয় ফ্যাক্টরির বয়লার এর নিচে পচা কাপড় গোডাউন আগুন দিয়ে বয়লারের পানি হিট করে এই আগুন হলি ফেব্রিক্স থেকে ক্রমে এক সংঙ্গে থাকা তিনটি গোডাউনের সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে,
তিনটি ফ্যাক্টরির থাকা প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে,পরে ফায়ার সার্ভিসের স্টেশন ফোন করলে প্রায় এক ঘন্টা পর তাঁরা লোকেশনে পৌঁছায়,
পরে তাদের কাজ শুরু করে প্রায় ৩,৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়,এর মধ্যে আগুন নিভাতে ফায়ার সার্ভিসের এক জন,নিবে যাওয়ার জায়গায় পা দিলে নিচে থাকা আগুনে তার দুই পা দগ্ধ হয়,তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খান পুর ২০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়,
এদিকে ফতুল্লা মডেল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন,ফতুল্লা মডেল থানার অফিসার আতিকুর রহমান জানান আগুনের সূত্রপাত হয়েছে বয়লারের থেকে।