দৈনিক তালাশ.কমঃঅদ্য ইং ২০/৭/২০২৩ তারিখ এস আই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সোনারগাঁও থানাধীন পুরান টিপরদী (বসুর বাগ) এলাকায় বিপুল পরিমান গাজাঁ ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ রাখা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ২২(বাইশ) কেজি গাজাঁসহ আসামী ১। মোহাম্মদ আব্দুল লতিফ(৭২), পিতা- মৃত তালেব আলী প্রধান, সাং পুরাতন টিপরদ্ থান,-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রকৃয়াধীন রয়েছে।জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।।