নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশ‌নের ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপ‌তি আব্দুর র‌হিম ও শ্র‌মিক নেতা আ‌নোয়ার হো‌সেন আনুর নেতৃ‌ত্বে মি‌ছিল নি‌য়ে যোগ দিয়েছেন

দৈনিক তালাশ.কমঃবিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশে

নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশ‌নের ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপ‌তি আব্দুর র‌হিম ও শ্র‌মিক নেতা আ‌নোয়ার হো‌সেন আনুর নেতৃ‌ত্বে মি‌ছিল নি‌য়ে যোগ দিয়েছেন।

বুধবার (১৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এ সমাবেশে নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন তারা।

এসময় সং‌ক্ষিপ্ত এক বক্ত‌ব্যে বক্তারা ব‌লেন, বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কোন সড়যন্ত্র কর‌লে এবং জনগ‌নের জানমা‌লের কোন ক্ষয়ক্ষ‌তি হ‌লে আমরা কোন ভাবেই তা বর্দাস্থ করা হ‌বে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *