দৈনিক তালাশ.কমঃ নারায়নগঞ্জ শহরের কুখ্যাত ছিনতাই কারী চার সদস্য গ্রেপ্তার,১,মোঃ জামাল হোসেন(৩৫) পিতা- মৃত কালা মিয়া সাং-ছালহেনগর) থানা- বন্দর, জেলা –নারায়ণগঞ্জ।২.মোঃ সজিব(২২), পিতা-ইমান হোসেন , সাং-২নং রেল গেইট) , থানা ও জেলা -নারায়ণগঞ্জ। ৩.মোঃ উজ্জল (২৪), পিতা-মোখলেছ হাওলাদার , সাং-নিউ জিম খানা রেলওয়ে কলোনী, থানা ও জেলা নারায়ণগঞ্জ।৪.মোঃ রিপন(২৫), পিতা-মোতালেব , সাং-২নং বাবুরাইল থানা ও জেলা -নারায়ণগঞ্জ।উক্ত ছিনতাইকারীদের গ্রেফতার করিয়া গত ০৯/০৮/২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।গ্রেফতারকারী অফিসার এস আই/মুহাম্মদ বোরহান উদ্দিন সদর মডেল থানা, নারায়নগঞ্জ।
গত ০৬/০৮/২৩ তারিখ ভোর বেলা ২নং রেলগেট এ ফুড গার্ডেন নামক রেস্টুরেন্টের মালিকের ছোটভাই দীল মোহাম্মদ রেস্টুরেন্টের রাতের ডিউটি শেষে বাসায় ফেরার পথে ভোর অনুমান ৬ ঘয়িকায় চাষাড়া রেলগেটস্থ নারায়নগঞ্জ সরকারী মহিলা কলেজের সামনে পৌছালে ছিনতাইকারী জামালের নেতৃত্তে তার পেটে চুরিকাঘাত করা হয়। বর্তমানে ঢাকা কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। অবস্থা আশংকা জনক। উক্ত বিষয়ে নারায়নগঞ্জ সদর থানা মামলা হইলে অভিযান চালিয়ে উক্ত ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়