দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ফারহান ইসলাম ফাহিম (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিখোঁজের পিতা বাদী হয়ে সোমবার (৩১ জুলাই) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার ডিডি নং- ১৫২৪ তাং-৩১-৭-২৩ইং। নিখোঁজ ফাহিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী হাজীবাড়ী এলাকার মনির হোসেন মিয়ার ছেলে। গত রোববার (৩০ জুলাই) বিকেল ৫টায় বন্দরে সেলসারদী এলাকা থেকে নারায়ণগঞ্জে উদ্দেশ্যে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়। নিখোঁজ জিডি সূত্রে জানাগেছে, আমার ছেলে ফাহিম প্রয়োজনীয় কাজের জন্য গত রোববার বিকেল ৫টায় বন্দরে সেলসারদী এলাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। অনেক স্থানে খোঁজাখুজি করে আমার ছেলের কোন সন্ধ্যান না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি।