দৈনিক তালাশ.কমঃশহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার কার্যক্রম গতিশীল করতে কুমারখালী উপজেলা শাখার কমিটি অনুমোদন করেছে। ৩ বছর মেয়াদী এ কমিটির অনুমোদন করেন শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক। ২৮ জুলাই শুক্রবার জেলা কার্যালয় থেকে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ বিপ্লব হোসেন ও সাধারণ সম্পাদক তুহিন আহমেদ স্বাক্ষরিত এক বার্তা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কুমারখালী উপজেলা শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন কমিটির সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলামিন মুন্সী সহ ২৯ জনের নাম প্রকাশ করা হয়।শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ বিপ্লব হোসেন বলেন, কুমারখালী উপজেলা ইউনিটের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কেন্দ্রী নির্বাহী সংসদের নির্দেশে প্রতি ইউনিটে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হলো,তরুণদের সমন্বয়ে এ নতুন কমিটি হয়েছে। আমি আশাবাদী তারুণ্যেদিপ্ত এ কমিটি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মাধ্যমে শেখ রাসেলকে নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে সক্ষম হবে। এ নতুন কমিটির দীর্ঘায়ু কামনা করছি।