দৈনিক তালাশ.কমঃ বন্দরে পুলিশের গাড়ী মত দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম (২৮) নামে এক মাদকসেবী নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে নিহত দিনমজুরের ছোট বোন আমেনা বেগম বাদী হয়ে বন্দর থানায় এ অপমৃত্যু মামলা দায়ের করেন তিনি। যার অপমৃত্যু মামলা নং- ২৫ তাং- ২৭-৭-২৩। নিহত বাস চালক শফিকুল বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। এর আগে বুধবার (২৬ জুলাই) রাতে যে কোন সময় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুরস্থ খান বাড়ির সামনে ওই ঘটনাটি ঘটে।
অপমুত্যু মামলার সূত্রে জানা গেছে,অপমৃত্যু মামলার বাদীনি বড় ভাই শফিকুল পেশায় একজন দিনমজুর।গত ৩ মাস ধরে বাদীনি ভাই শািফকুল শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছিল।গত বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত দেড়টায় বাদীনি ভাই শফিকুল একই এলাকার আবু রায়হান সাথে বাহিরে যায় এবং ওই রাতে ২টায় উভয় মিলে বন্দর উপজেলার মদনপুর সড়কের ঢালে ইয়াবা সেবন করে।পরবর্তীতে বাদীনি ভাই শফিকুল ও আবু রায়হান মদনপুর হাইওয়েতে পুলিশের গাড়ী মনে করে স্বজোরে দৌড় দেয়।এক পর্যায়ে রাত ৩টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুরস্থ খান বাড়ির সামনে বাদীনি ভাই শফিকুল অজ্ঞান হয়ে পরে গেলে তার সঙ্গে থাকা আবু রায়হান বাদীনি স্বামী রাজনকে ডাক দিয়ে ঘুম থেকে উঠায় এবং বিষয়টি তাদেরকে জানালে বাদীনিসহ তার স্বামী দ্রæত ঘটনাস্থলে এসে বাদীনি ভাইকে উপুড় হইয়া পরে থাকা অবস্থায় দেখতে পাই।পরবর্তীতে বাদীনির চিৎকারের শব্দ পেয়ে আশে পাশের লোকজন এগিয়ে এসে ধামগড় ফাঁড়ীতে সংবাদ জানায়। পরে খবর পেয়ে ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক তৌহিদুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস দ্রæত ঘটনাস্থলে এসে লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে ।