দৈনিক তালাশ.কমঃডিজিটাল বাংলাদেশের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিপ্লবের নেপথ্যের নায়ক সজীব ওয়াজেদ জয় ৫৩ তম জন্মদিন পালন করা হয়েছে।
শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক সহযোগীতায় ২৭ শে জুলাই বিকেল সাড়ে ৪ টায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, খোকশা উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ এবং কেক কাটা সহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শোমসপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালায়ের প্রধাণ শিক্ষিকা আইভিন আরা, সহকারী শিক্ষক মামুনুল হক, কুষ্টিয়া জেলা শহদী শেখ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ বিপ্লব হোসেন, খোকশা উপজেলা শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি শেখ রিমন, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, যুগ্ম-সাধারণ সম্পাদক, আয়নাল শেখ, সদস্য সাব্বির হোসেন প্রমুখসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।