বন্দরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পাগলা কুকুরে কামুড়ে আহত-১

দৈনিক তালাশ.কমঃ বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  বন্দরে ৯টি ওয়ার্ডে বেওরিশ কুকুরের উপদ্রপ আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। এমন অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসী। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার ঘারমোড়া এলাকায় পাগলা কুকুরের কামড়ে এক বৃদ্ধা মহিলা মারাত্মক ভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা আহতকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে। আহত মহিলা বেগম (৬০) বন্দর উপজেলার ঘারমোড়া কোনাপাড়া এলাকার কাইয়ুম মিয়ার স্ত্রী বলে জানা গেছে। এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ফরাজিকান্দা, আলীনগর, ঘারমোড়া, চুনাভূরা, কলাগাছিয়া, হাজীপুর, মদনগঞ্জ, বেপারীপাড়া, মাহামুদনগর, দড়িসোনাকান্দা, সোনাকান্দা, এনায়েতনগর, রুপালী, ছালেহনগর, বন্দর বাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় কুকুরের উৎপাতে অতিষ্ট হয়ে উঠেছে উল্লেখিত এলাকার জনগন।  তার ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, গত কয়েক বছর ধরে বন্দর উপজেলা প্রশাসন ও নাসিক পক্ষ থেকে কুকুর নিধন অভিযান বন্ধ রাখে। এ কারনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লায় ও সিটি করর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যায়।সে সাথে উপজেলার  প্রতিটি পাড়া মহল্লায় ২০/৩০টি কুকুর এক সাথে চলাচল করতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে।প্রতিনিয়ত কুকুর আতংকে থাকে স্থানীয় এলাকাবাসী।অনেক এলাকায় একাধিক বয়স্ক কুকুরের গায়ে পচন ধরতে দেখা যাচ্ছে। এসব দেখেও ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন। সব মিলিয়ে একটি অসস্থিকর পরিবেশের মধ্য দিয়ে বন্দর বাসীকে তাদের স্বস্ব এলাকায় বাধ্য হয়ে বসবাস করতে হচ্ছে। এ ব্যাপারে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা গনমাধ্যমকে জানিয়েছে, হাইর্কোটে রিট থাকার কারনে উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে কুকুর নিধন করা সম্বভ হচ্ছে না। এ কারনে আমি কোন ব্যবস্থা নিতে পারছি না। বেওয়ারিশ কুকুরের উৎপাত থেকে চিরমুক্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বন্দরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *