দৈনিক তালাশ.কমঃ বন্দরে জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩য় শ্রেণী ছাত্র মোঃ হোসাইন (১২) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মা রোকসানা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং-১৩৩৯ তাং- ২৭-৭-২৩ইং। নিখোঁজ মোঃ হোসাইন বন্দর উপজেলার ধামগড় ইস্পাহানী চৈড়ার বাড়ী এলাকার রহিম মিয়ার ছেলে। এর আগে গত বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উল্লেখিত প্রতিষ্ঠানের সামনে থেকে ওই মাদ্রাসা নিখোঁজ হয়। নিখোঁজ জিডি পেয়ে বন্দর থানা পুলিশ নিখোঁজ মাদ্রাসা ছাত্র হোসাইনকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যহত রখেছে। এ ব্যাপারে নিখোঁজ জিডি বাদী রোকসানা বেগম জানান, মাদ্রাসার সামনে রাস্তা থেকে আমার ছেলে নিখোঁজ হয়। আমি অনেক স্থানে খোঁজাখুজি করে আমার ছেলের কোন সন্ধান পায়নি। গত বুধবার রাতে ঢাকা সাভার নবীনগর এলাকা থেকে এক অজ্ঞাত নামা ব্যাক্তি ০১৯৫৪-৫৫৮১২৮ নাম্বার থেকে বাদীনি ব্যবহারকৃত ০১৮৬-৯০৩৩৭৫৪ নাম্বারে মোবাইল ফোনে কল দিয়ে জানায় আমার ছেলে তার হেফাজতে আছে ১০ হাজার টাকা বিকাশ করে পাঠান।