দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে জামিনে বেরিয়ে ধর্ষণ মামলা করায় বাদীকে কুপিয়ে গুরুতর জখম করেছে অভিযুক্ত ধর্ষণকারী ও তার মা।
বুধবার (২৬ জুলাই) বিষয়টি সাংবাদিকদের জানান ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী।
এর আগে এ ঘটনায় সোমবার (২৪ জুলাই) থানায় হত্যাচেষ্টা মামলা করা হলেও দুদিনে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উপজেলার খাগকান্দা ইউনিয়নের ইসলামপুর গ্রামে গত ২৩ জুলাই প্রকাশ্য দিবালোকে ওই নারীকে (২৫) হাবিবুল্লাহর ছেলে ইউনুস (২৩) ও ইউনুসের মা জলেকা (৪৫) দেশীয় অস্ত্র রামদা দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত করে।
বাদীর স্বামী প্রবাসী হওয়ার কারণে তার বড় ভাই হাসান আলী আড়াইহাজার থানায় ২৪ জুলাই বিকেলে দুজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ভাসুরের ছেলে ইউনুস ধর্ষণ মামলায় স্থায়ী জামিনে এসে চাচিকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করেছে। আসামিরা পলাতক রয়েছে, আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।