দৈনিক তালাশ.কমঃসোমবার (২৪ জুলাই ২০২৩) র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ র্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে,ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাশবাড়ীয়া ইউনিয়নের রুলী গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ১৬:০০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ৮নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের রুলী গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ বাবুল আক্তার(৫০), পিতা- মৃত আজিবর মন্ডল, সাং- মাটিলা, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ৪৬ (ছয়চল্লিশ) বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।