দৈনিক তালাশ.কমঃ ফতুল্লার চানমারী এলাকায় মানিক ওরফে কালা মানিক ওরফে পিচ্চি মানিক (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছ প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সোমবার রাত দশটার দিকে চানমারী মাউরাপট্টি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত যুবক ২০১৮ সালের জুুন মাসে ফতুল্লার ইসদাইর এলাকায় সংঘঠিত রুবেল হত্যা মামলার আসামি। সে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার আব্দুস সামাদের ছেলে।
হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, বিচারের কথা বলে ডেকে এনে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মানিককে কুপিয়ে হত্যা করে। ইতিমধ্যেই হত্যাকান্ডের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। আমরা এ নিয়ে কাজ করছি। ঘাতক চক্র গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।