দৈনিক তালাশ.কমঃ বন্দরে দুস্কৃতিকারীদের ছুরিকাঘাতে নির্মাণাধীন ভবনের নৈশ্য প্রহরী জয়নাল উদ্দিন (৬৮) নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। গত রোববার (২৩ জুলাই) রাতে নিহতের মেয়ে রোকসানা আক্তার বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ২১ (৭)২৩ তাং- ২৩-৭২৩ ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। নিহত জয়নাল উদ্দিন বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে। এর আগে গত শনিবার (২২ জুলাই) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর নামাপাড়াস্থ জনৈক রাসেল মিয়ার নির্মানাধীন ভবনে ওই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে হত্যা মামলার বাদিনী রোকসানা আক্তার জানান, তার বাবা জয়নাল উদ্দিন সোনাকান্দা এনায়েতনগর নামাপাড়া এলাকা জনৈক সেলিম মিয়ার ছেলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্মকর্তা রাসেল মিয়ার নির্মানাধীন ভবনে গত ১ বছর যাবত নৈশ্য প্রহরী কাজ করিয়া আসিতেছে। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার ২১ জুলাই বিকেল ৫টায় বাদিনী পিতা কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। পরবর্তীতে গত শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ৩টায় অজ্ঞাত নামা দুস্কৃুতকারারি আমার পিতাকে এলোপাথারী ভাবে কুপিয়ে পেটেসহ বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়া আমার পিতাকে মুমুর্ষ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাস প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১২টায় আমার পিতা মৃত্যু বরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে জানায়, নৈশ্য প্রহরী নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।