দৈনিক তালাশ.কম বন্দর থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দাঁশেরগাও এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রনি (২৮) ও মদনপুর ফুলহর এল্কাার সরাফত আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাজহারুল ইসলাম (৪৫)। গ্রেপ্তারকৃতদের শনিবার (২২ জুলাই) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২১ জুলাই) রাতে বন্দর থানার দাঁশেরগাও ও ফুলহর এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।