বন্দরে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক তালাশ.কমঃ বন্দরে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর উইলসন রোড এলাকার নুরুল হক মিয়ার ছেলে আকাশ (২৬) বন্দর ঝাইতলা এলাকার বিদ্যুৎ মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার মান্নান মিয়ার ছেলে রান্টু (১৯) ও একই বাড়ি অপর ভাড়াটিয়া ও উল্লেখিত এলাকার আমানত মিয়ার ছেলে বরাত (১৯)। গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ীকে শনিবার (২২ জুলাই) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।  এর আগে শনিবার (২২ জুলাই) ভোর রাত সোয়া ৩টায় বন্দর কেন্দ্রীয় শীহদ মিনারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক নূরে আলম সিদ্দিকী বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২০(৭)২৩

থানার তথ্য সূত্রে জানাগেছে, বন্দর ফাঁড়ী জিডিনং- ৩৮০ মূলে বন্দর ফাঁড়ী উল্লেখিত এসআইসহ সঙ্গীয় র্ফোস থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারী পরোয়ান তামিল ডিউটি করা কালিন সময়ে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আকাশ, রান্টু ও বরাত নামে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা র্দীঘ দিন ধরে বন্দর থানার ২২নং ও ২১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *