ফতুল্লায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৯ জন নারী গ্রেপ্তার

দৈনিক তালাশ.কমঃ ফতুল্লার দাপায় ফ্ল্যাট বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পাঁচ নারীসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের কে ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী আদর্শ স্কুল রোড সংলগ্ন শামীমা দেলোয়ার ভিলা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- ফতুল্লা মডেল থানার দাপা ব্যাংক কলোনীস্থ আদর্শ স্কুল রোড সংলগ্ন শামীমা দেলোয়ার ভিলার খলিলের স্ত্রী খাইরুন্নাহার (৪০), একই থানার শিবু মার্কেট এলাকার শহীদ মিয়ার মেয়ে মোসাম্মৎ সাথি আক্তার (২৮), মধুর মেয়ে মুক্তি (১৯), রামারবাগ স্টেডিয়াম সংলগ্ন মহসীনের স্ত্রী মুক্তা (২৫), মাসদাইরের আলী হোসেনের মেয়ে খালেদা (২০), দাপা পাইলট স্কুল এলাকার মৃত জয়নাল গাজীর পুত্র দুলাল গাজী (৪৮), দাপা রেলস্টেশন এলাকার নাজিম উদ্দিনের পুত্র মোঃ লিটন (২৮), দাপা পাইলট স্কুল এলাকার আনসার আলীর পুত্র মোঃ নুরুল ইসলাম (২৮) ও দাপা ব্যাংক কলোনী আদর্শস্কুল রোড সংলগ্ন শামীমা দেলোয়ার ভিলার খলিল মিয়ার পুত্র মোঃ ইউসুফ (২৫)।

পুলিশ জানায়, শামীমা দেলোয়ার ভিলার খায়রুন্নাহারের ভাড়াকৃত ফ্ল্যাটে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত থাকার অভিযোগে পাচঁ নারীসহ চার খদ্দেরকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার দুপুরে তাদের কে আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *