দৈনিক তালাশ.কমঃগতকাল ২০.০৭.২০২৩ ইং তারিখে রাত ১০.৩০ ঘটিকায় অফিসার ইনচার্জ,দোহার থানার নেতৃত্বে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে দোহার থানাধীন দক্ষিন জয়পাড়া সাকিনস্থ গ্রামীন টাওয়ার সংলগ্ন পাকা রাস্তার উপর মো: জাহিদুল ইসলাম(২৭) নামক অবৈধ অস্ত্রধারী ব্যক্তির দখল হতে ম্যাগাজিন সহ ০১ টি বিদেশি পিস্তল, ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উল্লিখিত আসামীর বিরুদ্ধে দোহার থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
*গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা*
১. মো: জাহিদুল ইসলাম(২৭), পিতা-মজিবর রহমান, মাতা-আলেয়া বেগম ,স্থায়ী: গ্রাম- দক্ষিণ জয়পাড়া (গাংপাড়) , উপজেলা/থানা- দোহার, জেলা -ঢাকা।
*উদ্ধারকৃত অস্ত্রের বর্ণনা*
১. একটি বিদেশি ৭.৬৫ মিমি পিস্তল (Made in USA)
২. একটি ম্যাগাজিন
৩. ৪ রাউন্ড গুলি
অস্ত্র ও মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বিনীত
মো: আশরাফুল আলম
সিনিয়র সহকারী পুলিশ সুপার,
দোহার সার্কেল, ঢাকা।