দৈনিক তালাশ.কমঃবন্দর থানা পুলিশ ও ধামগড় ফাঁড়ী পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী সালাউদ্দিন ভূট্টু ও বিভিন্ন মামলার ৩ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১৯ জুলাই) রাতে বন্দর উপজেলার নয়ামাটি, পশ্চিম হাজীপুর, মদনগঞ্জ এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়মাটি ভাংতি এলাকার মৃত মানিক মিয়া ছেলে মাদক মামলার ২ বছরের সস্ত্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সালাউদ্দিন ওরফে ভূট্টু (৫০) পশ্চিম হাজীপুর এলাকার এলাকার রফিউল্ল্যাহ মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মানিক মিয়া (৩৫) মদনগঞ্জ এলাকার বাদল মিয়ার ছেলে নারায়ণগঞ্জ সদর থানার ৪১(১০)১৫ দ্রæত বিচার আইন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাওন (৩৫) ও একই এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে অপর একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী করিম (৩৩)।