টাঙ্গাইল এর উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক তালাশ.কমঃ[ ১৯ জুলাই ২০২৩ খ্রি.]পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), টাঙ্গাইল এর আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে টাঙ্গাইল জেলা পুলিশে কর্মরত সকল পর্যায়ের নারী পুলিশ সদস্য নিয়ে স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইনসেপটার সার্বিক সহযোগিতায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আয়েশা আক্তার, যুগ্ম কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, টাঙ্গাইল এবং সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) টাঙ্গাইল। এ সময় পুনাক সভানেত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতি বছর ৫ লাখ ৭০ হাজার নারী এই জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৩ লাখ ১০ হাজার নারী এর ফলে মারা যান। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে জরায়ুমুখ ক্যান্সার শতভাগ নিরাময়যোগ্য। এ ধরনের ক্যান্সারের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ ও ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ করা যায়। তিনি এক্ষেত্রে পরিবারকে এগিয়ে আসার আহবান জানান। জরায়ু মুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

উক্ত কর্মশালায় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইনসেপটার কর্মকর্তাগণ সহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), টাঙ্গাইল এর সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *