দৈনিক তালাশ.কমঃঢাকা নবাবগঞ্জ উপজেলায় আবারও পেশাদার মাদক ব্যবসায়ী আলম বাবুর্চিকে ১০ কেজি গাঁজাসহ আটক করেন পুলিশ।
মঙ্গলবার ভোরে নবাবগঞ্জ থানা পুলিশ ১০ কেজি গাজাসহ শেখ আলম ওরফে আলম বাবুর্চি (৪৯) ও মো: জামাল হোসেন (৩৩)কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
দোহার থানা অফিসার ইনচার্জ শেখ সিরাজুল ইসলাম লিটু জানান, ইতিপূর্বেও তিনি আলম বাবুর্চিকে পৃথকভাবে দোহার ও নবাগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছেন। তিনি আরও বলেন, আলম বাবুর্চি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে দোহার ও নবাবগঞ্জ থানায় ৪টি মাদক আইনে মামলা চলমান রয়েছে।আমাদের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে নবাবগঞ্জ থানা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।
পুলিশসুত্রে জানা যায়, ১৮ জুলাই মঙ্গলবার সকাল ৭ টার দিকে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ সিরাজুল ইসলাম লিটুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় বিশেষ অভিযানে বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী শেখ আলম ওরফে আলম বাবুর্চি ও মো: জামাল হোসেনকে ১০কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।পরে ঐদিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।