দৈনিক তালাশ.কমঃ১।বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ২। নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১৭ জুলাই ২০২৩ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার হোমনা থানাধীন হোমনা সরকারি ডিগ্রী কলেজের সামনে হোমনা বাজার হতে শ্রীমদ্দিগামী পাকা সড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ছোট নাগাইশ গ্রামের মৃত সুরেশ বর্মন এর ছেলে অজিত বর্মন (২৫)।
৩।পৃথক অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল গত ১৭ জুলাই ২০২৩ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার হোমনা থানাধীন হোমনা পৌরসভার ০৬নং ওয়ার্ড এর জলিল চেয়ারম্যানের বাড়ির সামনে হোমনা বাজার হতে শ্রীমদ্দিগামী পাকা সড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৮৪ (দুইশত চুরাশি) বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার হোমনা থানার শ্রীমদ্দি গ্রামের আনছার আলী এর ছেলে মোঃ তাইজুল ইসলাম @ তাজু (৩৭) এবং একই এলাকার আবুল হোসেন এর ছেলে মোঃ ফরহাদ (২৩)।
৪। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ফেনসিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার হোমনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।