দৈনিক তালাশ.কমঃগাছে গাছে সবুজ দেশ,আমার সোনার বাংলাদেশ’প্রতিপাদ্যে কে সামনে কুষ্টিয়া জেলাব্যাপী শুরু হয়েছে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। কুষ্টিয়া জেলা শাখার অংশগ্রহণে এই কর্মসূচি চলবে ২২শে জুলাই পর্যন্ত। এরই অংশ হিসেবে আজ সোমবার (১৭জুলাই) বেলা ১২টা থেকে দৌলতপুর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাইন্ড কেয়ার কিন্ডারগাডেন স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়, বিতরণ করা বৃক্ষের মধ্যে আছে পেয়ারা, জাম, কাঠাল, অর্জুন, আমলোকি, বট, পলাশ, জারুল, কাঞ্চন, হিজল, সোনালু ইত্যাদি।
শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় দৌলতপুরে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কুষ্টিয়া জেলা শাখা। মুঠোফোনে প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আজকে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের জন্য বৈশ্বিক আবহাওয়া উত্তপ্ত করার ক্ষেত্রে আমরা নিজেরাই দায়ী। সুতরাং এখনো সময় আছে আসুন আমাদের ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে প্রতিটি খালি জায়গায় বৃক্ষ রোপণ করি।
বৃক্ষরোপন কর্মসূচির অনুষ্টানের সভাপতিত্ব করেন শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কুষ্টিয়া জেলা শাখার সদস্য- আব্দুল গাফফার।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুজা উদ্দীন রিগ্যান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিঃ রাকিব আহমেদ, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ,
এছাড়া উপস্থিত ছিলেন চঞ্চল ইসলাম সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
২০১০ সালে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এরই মধ্যে সারা দেশে ২৬টি জেলা কমিটি গঠিত হয়েছে। দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি, ও প্রকৃতি শিক্ষা কার্যক্রম পরিচালনা করাই এই ফাউন্ডেশনের উদ্দেশ্য।