ডিবি দক্ষিন টাঙ্গাইল কর্তৃক ৫,০০০ পিস ইয়াবা সহ ০১ জন শীর্ষ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ ১৭ জুলাই ২০২৩ খ্রি.জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন এর সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ মোঃ নুরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তারিখ ১৬/০৭/২০২৩ খ্রি. ১৮.৪০ ঘটিকার সময় গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর থানাধীন রাবনা বাইপাস সংলগ্ন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তর পাশে মায়া খাবার হোটেলের সামনে ফাকা জায়গা হইতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৫,০০০ (পাঁচ হাজার) পিচ ইয়াবা মূল্য অনুমান ( ৫০০০X৩০০) = ১৫,০০০০০/- (পনের লক্ষ) টাকা সহ ০১ জন শীর্ষ নারী মাদক ব্যবসায়ী ১। মোছাঃ সুলতানা আক্তার (৩০) স্বামী- মোঃ নুরুল হক, সাং- হরিনাথপুর, থানা- হিজলা, জেলা- বরিশাল, প্রযত্নে পিতামৃত- মিরাজ, সাং- বীর পশ্চিমপাড়া, থানা- গৌরিপুর, জেলা- ময়মনসিংহ কে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারনির ১০(গ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উক্ত মাদকের মূল হোতাদের সনাক্ত করার লক্ষ্যে রিমান্ডের আবেদন সহ ধৃত আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *