ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৩ উপলক্ষে নির্বাচনী ব্রিফিং প্যারেড

দৈনিক তালাশ.কমঃ ১৬ জুলাই ২০২৩ খ্রি. আগামী ১৭ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন হাতীবান্ধা,কালিয়া,হতেয়া রাজাবাড়ী ও বড়চওনা এবং কালিহাতি থানাধীন বীরবাসিন্দা ও পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচন/২০২৩ উপলক্ষে সখিপুর ও কালিহাতি থানা প্রাঙ্গণে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডে নির্বাচন ডিউটিতে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সততা ও নিষ্ঠতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনকালে সর্বোচ্চ নিরপেক্ষতা এবং ভোট কেন্দ্রে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদেরকে মোবাইল/স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা বিরূপ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তা প্রদানসহ বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন সরকার মোহাম্মদ কায়সার,পুলিশ সুপার, টাঙ্গাইল।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নির্বাচন ডিউটিতে দায়িত্বরত অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *