দৈনিক তালাশ.কমঃ১৫ জুলাই ২০২৩ খ্রি.গত ১৩/০৭/ ২০২৩ তারিখে রাত্রি অনুমান ২:৩০ হতে ৩.০৫ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন ছুনটিয়া মিয়া বাড়ি নিজ বসত ঘরের ভিতরে ডিসিস্ট অটো চালক মোঃ আলম মিয়া (৪৭) এর গলা কাটা রক্তাক্ত, কান কাটা ও ডান হাতের কনুই এর নিচে কাটা রক্তাক্ত জখম লাশ পাওয়া যায়। এই সংক্রান্তে ঘাটাইল থানার মামলা নং-০৮, তারিখ-১৩/০৭/২০২৩ খ্রি. ধারা- ৪৫৭/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
উক্ত হত্যা মামলার ঘটনাটি ক্লু-লেস, লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার, টাঙ্গাইল এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), টাঙ্গাইল এর নেতৃত্বে দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য ঘাটাইল থানা ও ডিবি, টাঙ্গাইল এর সমন্বয়ে একটি চৌকস পুলিশ টিম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে। উক্ত হত্যার সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক ধৃত আসামী ০১। মোঃ আনিছ (৩৫), পিতা-মোঃ হারুন, গ্রাম-ছুনটিয়া, থানা- ঘাটাইল, জেলা-টাঙ্গাইল কে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন নগরবাড়ী এলাকা হতে তারিখ ১৪/০৭/২০২৩খ্রি. ১৫:০০ ঘটিকায় গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর দেওয়া তথ্য মতে হত্যাকান্ডের সাথে জড়িত ধৃত আসামী ০২। মোঃ আব্বাস আলী (৪০), পিতা-মৃত দায় মোল্লা শেখ, ধৃত আসামী ০৩। হুমায়ুন খালিদ (৪৯), পিতা-মৃত রইজ উদ্দিন, ধৃত আসামী ০৪। মোঃ সজল (২০), পিতা- মোঃ হেলাল হোসেন, ধৃত আসামী ০৫। মোঃ খাইরুল ইসলাম (১৯), পিতা- মোঃ আনোয়ার হোসেন ধৃত আসামী ৬। মোঃ রায়হান (১৯), পিতা-মৃত নওজেশ সর্ব সাং- ছুনটিয়া, থানা- ঘাটাইল, জেলা-টাঙ্গাইল দের টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা এলাকা অভিযান পরিচালনা করে তারিখ ১৫/০৭/২০২৩ খ্রি. ১৫:০০ ঘটিকায় গ্রেফতার করা হয়।
ধৃত আসামী ০১। মোঃ আনিছ (৩৫), এর হেফাজত হতে হত্যার কাজে ব্যবহৃত ০১ টি দা, ০১ টি শাবল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীকে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের নিমিত্তে ০৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।