দৈনিক তালাশ.কমঃ গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীরা হলো বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহীমসজিদ এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে সাগর হোসেন ওরফে হৃদয় (৩০) ও সালেহনগর এলাকার রফিক আলী মিয়ার ছেলে ইমরান হাসান ইমু (৩২)।গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারিকে শনিবার (১৫ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।এর আগে শনিবার (১৫ জুলাই) রাত সোয়া ৩টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাস্তা থেকে ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক আরিফ পাঠান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেন।যার মামলা নং- ১৭(৭)২৩।থানা সূত্রে জানা গেছে,বন্দর ফাঁড়ী পুলিশ গোপন সংবাদের বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাস্তায় অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়/বিক্রয়ের সময় উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা ব্যবসায়ী সাগর ওরফে হৃদয় ও অপর মাদক ব্যবসায়ী ইমরান হাসান ইমুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা র্দীঘ দিন ধরে শাহীমসজিদ,সালেহনগর,রাজবাড়ী, জামাইপাড়া ও বন্দর বাজার এলাকায় র্দীঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে।