দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ শহরে বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষকসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।আটকরা হলেন-শরীয়তপুর জেলার নড়িয়া থানার গ্রামের মৃধাবান্দি গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে আবুল কাশেম (৩৯) ও একই জেলা ও থানার পালেরা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. আবুল কালাম (৪০)।শুক্রবার দিবাগত রাতে শহরের খানপুর তিনশ শয্যা হাসপাতালের সামনে জেলা গোয়োন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস শাফীউল আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে একটি ঝুড়িতে রাখা ওই তক্ষকসহ তাদের আটক করে।
পরে রাতেই জেলা প্রশাসনের নির্ব্যহী ম্যাজিষ্ট্রেট ইলোরা ইয়াসমিনের ভ্রামমান আদালত আটক দুইজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তক্ষকটিকে অবমুক্ত করার জন্য বন বিভাগের ইন্সপেক্টর সাদেক এর কাছে হস্তান্তর করেন।
নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) এর বি টিমের পরিদর্শক আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।