ন্যাশনাল ক্লাব কর্তৃক গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব সালমান ফজলুর রহমান

দৈনিক তালাশ.কমঃমাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সালমান ফজলুর রহমান মহোদয় গতকাল নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালি ন্যাশনাল ক্লাব কর্তৃক আয়োজিত গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন।

এছাড়া খেলার শুরু ও শেষে দর্শক ও জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।এসময় এএসপি দোহার সার্কেল জনাব মো: আশরাফুল আলমসহ নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,অফিসার ইনচার্জ,আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও সম্মানিত নাগরিকগণ উপস্থিত ছিলেন।

দোহার নবাবগঞ্জের মানুষ এতোটা ফুটবলপ্রেমী আমার জানা ছিলো না। মাদকের বিরুদ্ধে সুস্থ সবল জাতি বিনির্মানে খেলাধুলার এই চর্চা অব্যাহত থাকুক, এ অঞ্চলের মানুষের ফুটবলপ্রেম পুরো দেশের জন্য অনুকরণীয় হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *