দৈনিক তালাশ.কমঃ১৫ জুলাই ২০২৩ খ্রি.পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়,টাঙ্গাইল এর আয়োজনে পুলিশ লাইন্স টাঙ্গাইলের মাল্টিপারপাস শেডে পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন কল্পে অভিভাবক সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকার মোহাম্মদ কায়সার,পুলিশ সুপার,টাঙ্গাইল ও সভাপতি পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়,টাঙ্গাইল।সভায় উপস্থিত পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের সাথে কুশল বিনিময় ও শিক্ষার মানোন্নয়ন কল্পে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান সহ বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নকল্পে বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
এ সময় মোঃ আবদুললাহ্ আল্ মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) টাঙ্গাইল,আরআই পুলিশ লাইন্স, টাঙ্গাইল,পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়,টাঙ্গাইলে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের অভিভাবকগণ সহ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।