দৈনিক তালাশ.কমঃ১৫ জুলাই ২০২৩ খ্রি.জেলা প্রশাসক টাঙ্গাইল আয়োজনে ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ উৎসব-২০২৩ এর অংশ হিসাবে শুভ উদ্বোধন,র্যালি এবং বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ আয়োজন করা হয়।
১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ কার্যক্রমের অদ্য সকাল ৯:৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়,টাঙ্গাইল-এর সম্মুখে অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন ড. মো. আব্দুর রাজ্জাক,এমপি, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
উদ্বোধন শেষে জেলা ও উপজেলা পর্যায়ে সকল সরকারি, বেসরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে পৌর উদ্যান, টাঙ্গাইল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বন বিভাগ,টাঙ্গাইল আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার,টাঙ্গাইল মহোদয়।পরবর্তীতে উক্ত কার্যক্রমের অংশ হিসাবে জেলা পুলিশ, টাঙ্গাইল এর ব্যবস্থাপনায় পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন সরকার মোহাম্মদ কায়সার,পুলিশ সুপার, টাঙ্গাইল।এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন,বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে,বন্যা প্রতিরোধ করে,ঝড়–তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে এবং অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। বৃক্ষরোপনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনা তৈরি করা সহ বৃক্ষের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে সকলকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।