কুমুদিনি থেকে ১০০০ হাজার পিচ ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃঅদ্য ১৪/০৭/২০২৩ খ্রিঃ তারিখ ০০ঃ৩০ ঘটিকায়  নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এস আই(নিঃ) আশিষ কুমার দাস,এস আাই(নিঃ)/মোঃ আব্দুস সাফিউল আলম,এস আই(নিঃ)/সাদ্দাম হোসেন খান সঙ্গীয় কং/সজীব,কং/আব্দুল হাই,কং/আমিনুল সহ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগন্জ জেলার নারায়ণগন্জ সদর মডেল থানাধীন খানপুর সাকিনস্থ কুমুদিনি ওয়েলফেয়্যার ট্রাস্ট বেঙল বিডি লিঃ এর সামনে অভিযান চালিয়ে ১০০০(এক হাজার) পিচ মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। জয়নাল আবেদিন(২৫), পিতাঃকামাল উদ্দিন, সাং-ব্লক – জি ৩,ক্যাম্প – ১৫, জামতলি, থানাঃউকিয়া, জেলাঃকক্সবাজার; ২। নুর হাফেজ(৩৮), পিতাঃ নুর হাকিম; ৩। মোঃ সাদেক(২০), পিতাঃ মৃত.মজিব আহমেদ, উভয় সাং-দমদমিয়া, থানাঃ টেকনাফ, জেলা: কক্সবাজার’দেরকে গ্রেফতার করে। এ সংক্রান্তে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু হয়েছে ।

এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
০৬(ছয়) কেজি গাঁজাসহ দুইজন আসামি গ্রেফতার।

অদ্য ইংরেজি ১৩/০৭/২০২৩  তারিখ এস আই সোহাগ সাহা সংগীয় ফোর্স সহ মানিকপুর চেকপোস্ট করাকালীন ১৭.৪০ মিনিটের  সময় ০১। মোঃ মাসুদ রানা (২৮), পিতা- মৃত শাহ আলী শেখ, সাং সাতানী খাদুলি ঈদগা মাঠ সংলগ্ন, থানা-শেরপুর জেলা বগুড়া; ২।  মোহাম্মদ সিহাব(১৯), পিতা-মৃত মহসিন, সাং গুলশান ১ নং রোডের পিছনে মাসুম এর কাঠের দোকানের কর্মচারী, থানা- গুলশান, ডিএমপি ঢাকা’দের ০৬(ছয়) কেজি গাঁজাসহ  আসামী’দের গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে আড়াইহাজার থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *