দৈনিক তালাশ.কমঃ শুক্রবার,১৪ জুলাই,২০২৩ ডিবি পুলিশ নারায়ণগঞ্জের ফতুল্লা মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়িকে ৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।গতকাল দিবাগত মধ্যরাতে ফতুল্লা থানাধীন মাসদাইর কবরস্থান এলাকা থেকে তাদের আটক করা হয়।
এজাহার সূত্রে জানা যায়,মাসদাইর এলাকায় কবরস্থান সংলগ্ন মনির মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তা থেকে ফেন্সিডিলসহ আটক করা হয়।আটককৃতরা হলেন,ওসমান গনি (৩৮) ও আলামিন (৩১)।
এ বিষয়ে ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ শিবলী কায়েস মীর জানান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ও অফিসার ইনচার্জ (ডিবি) স্যারের নির্দেশনায় আমাদের টিমের সদস্যরা মাদক বিরোধী অভিযান করে আসছি। তারই ধারাবাহিকতায় আমাদের অভিযান চলমান থাকবে। আটককৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়েছে।