দৈনিক তালাশ.কমঃনকল বৈদ্যুতিক তার,রং এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন,মজুদ ও বিক্রির অপরাধে নয়টি প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ জুলাই) র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে ঢাকার কদমতলী, কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে নাজমুল ইসলাম মেটাল হোল্ডিং ফ্যাক্টরিকে নগদ এক লাখ টাকা,কিডস্ ফুড ফেক্টরিকে দুই লাখ টাকা,রানি স্টীল মিল ফ্যাক্টরিকে এক লাখ টাকা, জেমস্ বন্ড কোম্পানীকে দশ লাখ টাকা,হ্যান্ড ফ্রিড পাপেড রাইস ফ্যাক্টরিকে দুই লাখ টাকা,হোসেন মেনুফেকচারার্সকে পাঁচ লাখ টাকা,বিএসএন ক্যাবল ফ্যাক্টরিকে দুই লাখ টাকা,এডিশন ক্যাবল ফ্যাক্টরিকে চার লাখ টাকা ও প্রদান কনজিউমার প্রোডাক্টকে দুই লাখ টাকা করে জরিমানা প্রদান করেন ।
এসময় বিএসটিআই এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার এবং ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করে।