সুনামগঞ্জের শান্তিগঞ্জ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত চার আটক ১৫ জন

দৈনিক তালাশ.কমঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার হাসনাবাজ গ্রামে এ ঘটনা ঘটে,এ গ্রামে মসজিদের কাঁঠাল নিলামের বিষয় নিয়ে সংঘর্ষ ঘটে,এই গ্রামের দুই গোষ্ঠীর মধ্য আধিপত্য বিস্তার রয়েছে,দ্বীন ইসলাম ও মালদার গুষ্টি দীর্ঘ চার যুগেরেও বেশি সময় ধরে তাদের মধ্যে রয়েছে আধিপত্য বিস্তার রয়েছে,

দ্বীন ইসলাম এর পক্ষের লোকজন তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মালদার গুষ্টির বাড়ি ঘর ভাঙচুর করে মালদার গুষ্টির দুইজনকে কুপিয়ে হত্যা করে,এ বিষয়টি জানাজানি হওয়ার পরে মালদারের লোকজনে মধ্যে কান্নাকাটির রোল বয়ে যায় তখন দ্বীন ইসলাম এর গুষ্টির দু’জনকে তার নিজেরাই নিজেদের লোক নিহত করেছে তাদের দাবি,

এ বিষয়ে তিন দিন গত হওয়ার পরও থানায় নেই কোন অভিযোগ নেই কোন মামলা,সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বুধবার জানান এ ঘটনায় পুলিশ অভিযোগ নেওয়ার জন্য অপেক্ষা করছে,কিন্তু দুই পক্ষের লোকজন এলাকায় ছেড়ে পলাতক,

আসলে অভিযোগকারী পাওয়া যাচ্ছেনা তাই এখনো মামলা হয়নি আমরা চেষ্টা করছি তবে এ বিষয়ে পুলিশ আজকেই একটা সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।

তিনি আরো জানান এছাড়াও সংঘর্ষের মধ্যে জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে উভয় পক্ষের তিন দিনে ১৫ জন আটক করেছে
বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দেশ ছেড়ে পালায়নের উদ্দেশ্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও পুলিশ আসামীকে গ্রেপ্তার করেছে।

শান্তিগঞ্জ থানার (অফিসার ইনচার্জ) ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী জানিয়েছেন গত সোমবার (১০জুলাই) বেলা ১১ টায় জেলা শান্তিনগর উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামের সরাই দ্বীন ইসলাম ও মালদার গুষ্টির মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে এতে উভয়পক্ষে চারজন নিহত হয়েছে তদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালগঞ্জ গ্রামের বাসিন্দা এক ব্যক্তি জানায় হাসনাবাজ গ্রামের কোন পুরুষ নেই,নিহত হওয়া চারজনকে পাশের অন্য অন্য গ্রামের লোকজন এসে দাফন কাফন করেছে,

হাসনাবাজ গ্রামের মালদার গোষ্ঠী জানান,খুনি জহিরুল, শহিদুল,আফজাল,জাহাঙ্গীর,রেজয়ান,আব্দুল বাহার,ও আকরাম হোসেন সহ সকল খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *