ফতুল্লায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় ছাত্রলীগ নেতাকে হত্যার চেষ্টা

দৈনিক তালাশ.কমঃবৃহস্পতিবার,১৩ জুলাই,২০২৩ ফতুল্লা সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদক বিক্রি বন্ধ করতে গিয়ে মাদক বিক্রেতাদের হামলায় গুরুতর আহত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইমাম হোসেন(৩৯)।

মঙ্গলবার(১১ জুলাই) রাত ১০ টার দিকে ফতুল্লা রেলস্টেশন ব্যাংককলোনী এলাকায় এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন ব্যাংক কলোনী, বায়জিদ বোস্তামি রোড, জোড়পুল ও পিলকুনি সহ এর আশপাশের এলাকার প্রতিটি পাড়া মহল্লার অলিগলি স্থানীয়দের কাছে মাদকের হাটবাজার হিসেবে পরিচিত। আর এসব কর্ম মাদক কারবারিরা প্রকাশ্যেই করে থাকে। কেউ এর প্রতিবাদ করলেই তার উপর চলে অমানুষিক নির্যাতন। যার নজির ইতোপূর্বে বহুবার ঘটেছে। সর্বশেষ একই পরিনতি ভোগ করতে হলো সরকার দলীয় নেতা ইমামকে।

আহত ইমামের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, শীর্ষ মাদক ব্যাবসায়ী মহসিন, বিল্লাল, শাকিল, রাজিব, আলামিন ও ড্রাইভার শাহীন সহ প্রায় অর্ধশত মাদক বিক্রিতা হামলা চালিয়ে মাদক বিরোধী আন্দোলনে অংশ নেয়া ইমাম হোসেনকে হত্যার চেষ্টা করে। পরে ইমামের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থা ইমামকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *