দৈনিক তালাশ.কমঃ অভিনব কায়দায় খাটের মাথার অংশের ভিতরে করে মাদক পরিবহণের সময় র্যাব-১১ সিপিসি-২,কুমিল্লা কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকা হতে ২৬.৮ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১।বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী,চাঁদাবাজ,জঙ্গি দমন,অবৈধ অস্ত্র,মাদক উদ্ধার,চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১২ জুলাই ২০২৩ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে অভিনব কায়দায় খাটের মাথার অংশের ভিতরে করে মাদক পরিবহণের সময় ২৬.৮ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১।নীলফামারী জেলার সৈয়দপুর থানার ঢেলাপীড় গ্রামের আকবর আলী এর ছেলে মোঃ শামীম @ বাদিয়া (৩৩) এবং ২।একই গ্রামের মৃত আব্দুর রওফ এর মেয়ে ফাতেমা বেগম (৩৩)।
৩। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে,তারা দীর্ঘদিন যাবৎ সৈয়দপুর,কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এছাড়াও আরো জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরণের অভিনব কায়দা ব্যবহার করে মাদক পরিবহণ করে আসতো।উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।