বন্দরে ঈদের ছুটি একদিন বেশী কাটানোর অপরাধে চাকরি গেলো ৬ শ্রমিকের

দৈনিক তালাশ.কমঃ বন্দরে ঈদের ছুটি একদিন বেশী কাটানোর অপরাধে চাকরি গেল ৬ শ্রমিকের বুধবার (১২ জুলাই) সকালে বন্দরের লক্ষণখোলা ডংজিলং জিভিটি বেটারী কারখানায় এ ঘটনা ঘটে।

চাকরিচ্যুতির ঘটনায় ওই কারখানায় তীব্র শ্রমিক অসন্তোষ বিরাজ করছে।এ ব্যাপারে বুধবার বিকেলে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চাকরিচ্যুত ৬ শ্রমিক।চাকরিচ্যুত শ্রমিকরা হলেন,পাবনার চাটমোহর থানার কচুগাড়ি এলাকার আজিবর রহমানের ছেলে সবুল( ২২), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকার আবদুল আউয়ালের ছেলে নূরুল আমিন(২১) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ভবানীপুর এলাকার রজ্জব আলীর ছেলে সফিউর(২৫) হবিগঞ্জের বানিয়াচং থানার ধামারগাও এলাকার আবদুল ওয়াহিদের ছেলে  শাহজাহান(২২) একই এলাকার রশিদ মিয়ার ছেলে সোহাগ(২১) সুনামগঞ্জের দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের লিটন মিয়ার ছেলে নাইম(২০) চাকরিচ্যুত শ্রমিক সবুল জানান,তারা বন্দরের লক্ষণখোলা ডংজিলংজিভিটি ব্যাটারি কারখানায় দীর্ঘ দিন ধরে কাজ করছেন।অন্যান্য শ্রমিকদের মতো পবিত্র ঈদুল আজহার ছুটিতে তারাও (৬ শ্রমিক) গ্রামের বাড়ি যান।মঙ্গলবার  কারখানা খুলে যায়।তারা একদিন পর বুধবার কর্মস্থলে যোগদান করেন।একদিন পরে কাজে আসায় মারধর করে আইডি কার্ড রেখে তাদেরকে বের করে দেওয়া হয়।উল্লেখিত প্রতিষ্ঠানর কাছে গত মাসে আমাদের বকেয়া বেতন পাওনা আছে।চায়না কর্তৃপক্ষ আমাদের বেতন পরিশোধ না করে ব্যাটারী কারখানা থেকে আমাদের বের করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *