দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জে ৩নং মাছ ও সার ঘাটের স্থান নিয়ে দুই পক্ষের উত্তেজনা বিরাজ করছে।মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে বিআইডব্লিউটিএর ইজারা কৃত স্থান নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন।
মাছ ঘাটের ইজারাদার সাইদুর রহমান বাবু অভিযোগ করে বলেন, আমি বিআইডব্লিউটিএ মাছ ঘাটের ইজারা পাই। এজন্য বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাগণ উপস্থিত হইয়া আমাকে ইজারা প্রাপ্ত সীমানা নির্ধারন করে বুঝাইয়া দেন। পরবর্তীতে বিআইডব্লিউটিএ কর্মকর্তাগণ চলে গেলে ইজারা না পাওয়ায় শত্রুতার জের ধরে ঘটনাস্থলে আহসান উল্লাহ তার সহযোগীদের নিয়ে উপস্থিত হয়ে আমার পথ রোধ করে এবং একপর্যায় নির্ধারিত সীমানায় সঠিক নয় বলে বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে।
এদিকে পাল্টা অভিযোগ করে আহসান উল্লাহ বলেন, নারায়ণগঞ্জ নদী বন্দর নির্মাণাধীন নারায়ণগঞ্জ ঘাট নং-৪-৫ এর মধ্যবর্তী মাছ ঘাট ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমস্ত রাস্তার মাঝখানে জোর পূর্বক দখল করে মাছের খাড়ি বসিয়ে মাছ বিক্রি করে যা জনসাধারণ ও গাড়ী চলাচলের জন্য ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এই মাছ ব্যবসায়ীদের জন্য প্রতিনিয়ত গাড়ী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ গাড়ী চালকদের সাথে মাছ ব্যবসায়ীদের প্রতিদিন অপ্রীতিকর ঘটনা ঘটছে।নারায়ণগঞ্জ ঘাট ৪ থেকে ৯ এর মধ্যবর্তী এলাকায় ২টি সার সহ সাধারণ মালামাল বিএডিসির মালামাল উঠানামা,লেবার হ্যান্ডলিং ও পয়েন্ট ঘাট। রাস্তা দখলত নিয়ে গাড়ীর চালক ও মালিকদের থাকে দীর্ঘদিন যাবত অসন্তোষ দেখা দিয়েছে।অফিস আওয়ারের সময় গাড়ীগুলি ঠিকমতো সরবরাহ করা সম্ভব হচ্ছে না
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুর রহমান বলেন,দুই’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।