দৈনিক তালাশ.কমঃ বন্দর জাতীয় স্মৃতি সৌধের আদলে নারায়ণগঞ্জ বন্দরে নির্মাণাধিন স্মৃতি সৌধ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃসাবিরুল ইসলাম সোমবার (১০ জুলাই) বিকেলে বন্দর রেললাইন সংলগ্ন সমরক্ষেত্রে নির্মাণাধিণ স্মৃতিসৌধ পরিদর্শন করেন তিনি। স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বিভাগীয় কমিশনার বলেন,আগামী প্রজন্ম এই স্মৃতি সৌধের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও বুঝতে পারবে।এ সময় তিনি একটি ইউনিয়ন ভুমি অফিস ও নগর স্বাস্থ্য কেন্দ্রও পরিদর্শন করেন।নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি,বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ,বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা,সহকারী কমিশনার(ভুমি) মণিষা রাণী কর্মকার,বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক,স্মৃতি সৌধ নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স চাদনী ট্রেডার্সের সত্তা ধিকারী মোঃ চান মিয়াসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।