পিকনিক.পার্টির.নামে.নৌকায়.অশ্লীলতা.মাদক গ্রেফতার.২০.জন

দৈনিক তালাশ.কমঃগতকাল দোহার উপজেলার মৈনট ঘাটে নৌকায় পিকনিকের নামে মাদক সেবন করে অশ্লীলতা,কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি ও সাধারণ পর্যটকদের উত্যক্ত করার সময় চর মাহমুদপুর ফাড়ির ২০ জনকে গ্রেফতার করেছে।এসময় তাদের কাছে মদের খালি বোতল,ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি ইত্যাদি উদ্ধার করা হয়েছে।

অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, এদের অধিকাংশই কিশোর বা টিনএজ। এদের সাথে ৫ জন আইনের সাথে সংঘাতে জড়িত শিশুও ছিলো যাদের শিশু আইন-২০১৩ মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।বিনোদনের নামে মাদকসেবন করে এই ধরনের কুরুচিপূর্ণ আচরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভয়ংকর।তাই আপনাদের কাছে ৩ টি অনুরোধ রইলো –

১. অভিভাবকদের নিকট অনুরোধ,আপনাদের সন্তান কোথায় যায়,কি করে,কাদের সাথে মিশে খোজ নিন,বন্ধু হয়ে ভালোমন্দ বিষয়গুলি বুঝান,প্রয়োজনে শাসন করুন।

২. নৌকার মালিকদের নিকট অনুরোধ,আপনার নৌকাটি ভাড়া দেয়ার আগে কাদের ভাড়া দিচ্ছেন,তাদের বয়স, পেশা উদ্দেশ্য দেখে নিন,কোন ঝুকি আছে কিনা যাচাই করুন অন্যথা আপনার নৌকা জব্দ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

৩. শিক্ষক,সুশীল সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ধর্মীয় নেতৃবৃন্দ ও সম্মানিত নাগরিকদের প্রতি অনুরোধ,মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধি করুন,সুস্থ সংস্কৃতির বিকাশ ও অপসংস্কৃতির আগ্রাসন রোধে এগিয়ে আসুন এবং যার যার অবস্থান থেকে এদের প্রতিহত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *