দৈনিক তালাশ.কমঃবন্দরে বিভিন্ন মামলার গ্রেপ্তারকৃতদের শনিবার (৮ জুলাই) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে।এর আগে গত শুক্রবার (৭ জুলাই) রাতে বন্দর থানার রাজবাড়ী,নিশং ও পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো বন্দর রাজবাড়ী র্কোটপাড়া এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জজ মিয়া (৪৫) কলাগাছিয়া নিশং এলাকার আহম্মদ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাকির হোসেন (৩৪) ও পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকার আলী ইসলাম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিয়াজ (১৯)।থানা সূত্রে জানাগেছে,বন্দর থানার এসআই বারকে হাওলাদার ও এসআই সাইফুল ইসলাম পাটুয়ারী ও এএসআই নজরুলসহ সঙ্গীয় র্ফোস থানার উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিলের পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত পলাতক আসামীদের গ্রেপ্তার করা হয়।