দৈনিক তালাশ.কমঃগত ০৬/০৭/২০২৩ খ্রি. তারিখ ডিবি টাঙ্গাইল এর একটি চৌকস টিম ঈদ-উল-আয্হা পরবর্তী ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে ডাকাতি প্রতিরোধ, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান
পরিচালনাকালে অনুমান ০১.৩০ ঘটিকার সময় মির্জাপুর থানাধীন সোহাগপুর অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানাধীন গোড়াই সাকিনস্থ ঢাকা হতে টাঙ্গাইলগামী মহাসড়কে গোড়াই ফ্লাইওভার ব্রিজের নিচে বিসমিল্লাহ কনফেকশনারীর দক্ষিণ পাশে কতিপয় ডাকাত ০১টি পিকআপ গাড়ি যোগে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিক্তিতে ঘটনাস্থালে ডিবি পুলিশ উপস্থিত হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ১০/১১ জন ডাকাত পালিয়া যাওয়ার চেষ্টাকালে তাদের মধ্য হতে ২ জন ডাকাতকে আটক করা হয়। ধৃত আসামী ০১। রবিউল (৪১), পিতা- আছান আলী আকন্দ, গ্রাম- ভোলার পাড়া (নতুন), থানা- গোপালপুর, জেলা-টাঙ্গাইল এবং ধৃত আসামী ০২। আরিফ হোসেন (৪১), পিতা- মৃত মুছা মিয়া, গ্রাম- নারান্দিয়া, থানা- কালিহাতি, জেলা- টাঙ্গাইল দ্বয়কে মির্জাপুর থানাধীন গোড়াই ফ্লাইওভার এলাকা হতে ০৬/০৭/২০২৩ খ্রি. তারিখ রাত ২:২০ ঘটিকায় গ্রেফতার করা হয়।
ধৃত আসামী ১। রবিউল (৪১) এর হেফাজত হতে ০১টি তালা কাটার যন্ত্র, ০১টি লোহার কাঁচি, ০১টি লোহার রড, ০১টি লোহার জিআই পাইপ, এবং ০১টি মোবাইল ফোন ধৃত আসামী ২। আরিফ হোসেন (৪১) এর হেফাজত হতে ০১টি পিকআপ গাড়ি যাহার রেজি: নং- ঢাকা মেট্রো-ন-২০-৯৯৯৭ ও ০২টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতি গ্রহণের বিষয়ে নিজের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীদ্বয়কে বিচারর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত ডাকাতি প্রস্তুতির সাথে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।