দৈনিক তালাশ.কমঃ র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন,অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।জঙ্গি,মাদক,অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ০৩ জুলাই ২০২৩ ইং তারিখ ২০.০০ ঘটিকার সময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কালাপোল এলাকায় অভিযান পরিচালনা করে মেডিকেল টেকনোলজিস্টকে ডেকে নিয়ে হত্যার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ সোহরাব হোসেন (৩৫) কে গ্রেফতার করে।
৩। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ সোহরাব হোসেন (৩৫) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পৌর হাজীপুর এলাকার মৃত আহাম্মদ উল্লাহ এর ছেলে। ২০২০ সালের ১৩ মে সন্ধ্যায় চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান জয়কে ধৃত আসামীসহ অপরাপর আসামীরা চৌমুহনী পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার মাওলানা কাসেমের বাড়ির সামনে ডেকে নিয়ে মাথায় ও কানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৫ মে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের পিতা আবদুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে আসামী মোঃ সোহরাব হোসেন (৩৫) এর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এর রায় ঘোষণা করেন। র্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ সোহরাব হোসেন (৩৫) কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে র্যাব-১১, সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ০৩/০৭/২০২৩ ইং তারিখ তথ্য প্রযুুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত আসামী মোঃ সোহরাব হোসেন (৩৫) কে গ্র্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।