আড়াইহাজার থানা থেকে ১০কেজি গাঁজাসহ ১ জন আসামী গ্রেফতার অদ্য ইং ৩০/০৫/২০২৩ তারিখ আড়াইহাজার থানা, নারায়ণগঞ্জ এর বিশেষ অভিযানে মানিকপুর থেকে আসামী ১। শহীদ (৪৮), পিতা- মৃত. মতি মিয়া, মাতা- তারাবানু ,সাং-কাশিনগর পশ্চিম পাড়া, থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’কে ১০(দশ) কেজি গাঁজাসহ ০১(এক) জন আসামী গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীণ । জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।।