দৈনিক তালাশ.কমঃ গ্রেফতার অভিযানঃমঙ্গলবার (০৭ নভেম্বর ২০২৩ খ্রিঃ) কোতয়ালী মডেল থানা পুলিশের পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব পলাশ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই টমাস মন্ডলগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে একই তারিখ ১৯:৪০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন উপশহর সাকিনস্থ নিউমার্কেট মা জননী হোটেলের সামনে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোহাম্মদ জুবায়ের (২৩), পিতা- হোসেন আহমেদ, (২) আব্দুর রহিম (৩০), পিতা- হুল্লা মিয়া, উভয়সাং- কোলালাল পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারদের ১৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৪,৫৩,০০০/= টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।