দৈনিক তালাশ.কমঃ সালমা আক্তার কুমিল্লা প্রতিনিধি :দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন (অবঃ) এর আদেশে দাউদকান্দি টোল প্লাজার হইতে শুরু করে ইলিয়াটগঞ্জ ব্রিজ পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের থাইওয়ে রাস্তার আশেপাশে থাকা গাছের উপর, ফুটওভার ব্রিজের উপর, কারেন্টের খাম্বার উপর, এবং হাইওয়ে রাস্তার আশেপাশে থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুলোতে ও বিভিন্ন ধরনের ব্যানার পেস্টিং বিভিন্ন রাজনৈতিক দলীয় পোস্টার ও বিভিন্ন বিজ্ঞাপন লাগিয়ে অ পরিষ্কার অ পরিচ্ছন্ন এলাকা ঘড়িয়ে তোলা হয়ে ছিল, তাই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য উপজেলা চেয়ারম্যান মহোদয় নির্দেশ দেয় তাঁতী লীগের সভাপ্রতি রুবেল কে, তাঁতীর লীগের সভাপ্রতি রুবেলের নেতৃত্বে তাঁতী লীগের অংক সংগঠনের ছেলেরা এগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে , দাউদকান্দি টোল প্লাজার হইতে ইলিয়াডগঞ্জ পর্যন্ত রয়েছে তিনটি কলেজ দাউদকান্দি হাইওয়ে থানা এগুলোতো বিভিন্ন ধরনের দলীয় পোস্টার ব্যানার পেস্টিং লাগানো ছিল, ওইগুলো পরিষ্কার করা হয়েছে, আজ ৫ অক্টোবর সারাদিন বৃষ্টি থাকা সত্ত্বেও থামেনি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ, তাঁতী লীগের সভাপতি রুবেল তিনি সবসময় তার দায়িত্বে অটল